হিন্দু,মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান লিখবো একটি পাতা রে
গাইবো আমরা সাম্যের গান দাঁড়িয়ে একটি কাতারে!
নাইরে মন্দ নাইরে দ্বন্দ্ব আমরা শুদ্ধ -গুষ্টি,
সবার দুখে, দুখী সবাই সবার সুখে তুষ্টি
ধর্ম আমার নিজ প্রার্থনা নিজের খোদা ভক্তি,
মানব ধর্ম আর সততা এটাই আসল শক্তি।


তোমার ধর্ম তোমার তরে আমার ধর্ম আমার,
ধর্ম বলে বিশ্ব জুড়ে শান্তি নামুক সবার!
ঐ দ্বিতীয় ধর্ম আমার সেটার দেবো জন্ম,
হাতে হাতে কাঁধ মিলিয়ে হবে মানব ধর্ম।


নিজের ধর্ম নিজের পালন মানব চোখে এক,
তখন আমরা বিশ্ব ভ্রাতৃ বিশ্ব তাকিয়ে দেখ।


ধর্ম একটা কাজের মত নিজের একটা কাজ,
পরের তরে আমার ধর্ম না হবে বিরাজ।
ধর্ম কাজই শেষে ঐ যেই নেবো শপথবাক্য
সকল মানুষ সবার তরে লক্ষ্য মোদের ঐক্য ।
সততা ঐ বুকে নিয়ে হাঁটব বিশ্ব দোরে
এক কাতারে এক ভরসায় চলা ভ্রাতৃ জোরে।