আজব মানুষ তোরা মানুষ হবিনা?
মানুষ নামে পিচাশ কই আছে হুশ!
শিয়াল কভু খায়না শেয়ালের রক্ত
মানুষ করে মানুষ খুন প্রতি অক্ত।


তোমার সবাই পশু কই মানুষেরা
মানুষ ছাড়া সকল কই অমানুষ ।
তোদের স্রষ্টার ধংস অনিবার্য থাকে!
তোদের সবাই বুঝে মুখে ফুটে নেই।
নষ্ট হোক মস্তিষ্কই ঘেতি ঘোরা বংশ।
তোদের নাই সমাজে একটিও অংশ।


শোনো মানুষের দল শুনছো তোমরা
অমানুষের সাথে ঐ লড়তে যেওনা!!
ওদের বিবেক নষ্ট জেনে নাও পষ্ট,
তোমার কাপড়ে নোংরে হইবা অতিষ্ঠ।
মানুষ তোমার কভু মানুষেকে বলো!
তোমাদের থাকে কভু নিদিষ্ট আড্ডায়।


বাঘ দেখি বনে খায় পরজাতি দেহ,
তোরাই নিজের জাতি মারো হাতে সেও।
ককুর লেজে পাছায় ভরিলে ক্ষমায়,
মাপ করে চলে যায় জাতি কুল তায়।


শোনো মানুষ জাতিরা কর সব ক্ষমা
পাগল জাত দিওনা ক্ষমায় উপমা।


যতো মানুষের জন্য পৃথিবীর অন্ন
সকল বিবেক যার মানুষের ঘারে
মানুষ কেনো পশুর চেয়ে নষ্ট কারে?
সু বিবেক কই তোর রাখছো কোথায়
আজ খুঁজে বের করো মানুষের জন্য ।