মায়ের থেকে শিখছি যত
বর্ণ মালা অক্ষর,
আর কী দিতে পারে এমন
অন্য ভাষায় টক্কর।


নিজের ভাষা বলা সহজ
মনের যত ব্যক্ত,
অন্য ভাষায় বলতে গেলে
লাগে বড় ত্যক্ত।


পাখির মায়ে ভাষা শেখায়
পশু শেখায় বুলি,
মায়ের থেকে যা-ই শিখি
মুখটা তখন খুলি।


মায়ের ভাষায় গল্প লিখি
লেখে কবি কাব্য
মায়ের ভাষায় ছড়া পড়ি
তা ছাড়া কি ভাববো।


আমরা যখন বাঙালি ভাই
কথা বলি বাংলায়,
নিজের ভাষার অধিকারে
প্রাণ গেলো যে হামলায়।


বীর বাঙালি আমরা যে ভাই
মানছি কবে হার,
জীবন দিয়ে মাতৃভাষার
রক্ষা হলো তার।


সালাম রফিক দাবি করে
নিজের ভাষা মুখে,
পুলিশ তখন তাদের উপর
গুলি চালায় বুকে।


রক্ত দিয়ে লাল হয়েছে
বাংলা পথের গলি,
মাতৃ ভাষার জন্য তাদের
প্রাণ যে গেলো চলি।


ছাত্র সমাজ উঠছে জেগে
মনে প্রাণে শক্ত,
মায়ের ভাষা রক্ষা করতে
ঝরলো কত রক্ত।


ভাষার জন্য প্রাণ দিয়েছে
যে সকল তার যোদ্ধা,
তাদের তরে আমরা যে আজ
জানাই গভীর শ্রদ্ধা।