গুছিয়ে রাখতে পারো নাই তুমি শাড়ির আঁচল
সেটা কেবলই নিজ ব্যর্থতা দায়ী করো না কারো,
মুক্ত হয়েছো এপার ওপার শাড়ির দুপার
তাই বলে নয় বিলিয়ে দেওয়া বিলিয়ে দিতে পারো।


যেই মেয়েরাই ব্যক্তিত্ব বুঝে বুঝেই কোনটা সঠিক,
সেই মেয়েদের মর্যাদা টুক হয়না এদিক সেদিক,
ফেসবুক ঘেটে ফাঁকি দেও লোক চুপি ছেলে মন
কলেজের নামে যাও হাটে ঘাটে জুটাও জুড়িক।


মেয়ে তুমি হ্যাগো মুক্ত হয়েছ মিথ্যাই নয়
তাই বলে তুমি নষ্ট করবে ফুলের পরাগ,
বয়ফ্রেন্ড- সুখদুখ ভাগি  পেলেই বন্ধু!
তাই বলে নয় আত্ম বিলিয়ে বানাবেই মৌচাক।


যেই সম্পর্কে শেষ ভালো নেই দেয় কলঙ্ক দাগ!!
সেই সম্পর্কে কিসের জুটিতে অনুরাগে করো খেলা,
যেই সম্পর্কে থাকে অপবাদ যদি না হয়েছে বিয়ে
সেই সম্পর্কে কেন এত টান কিসের মিলন মেলা।


নয় প্রতারণা খেয়ে আসো তুমি মনটা করাও পাথর
সত্যি কারের পেয়ে ভালোবাসা বুঝতে পারোনা তারও,
ভুল বনে গিয়ে কূল হারা হয়ে হারিয়েছ কূল টেউ
এক ভুলে যেন সারাটা জীবন দেও খেসারত তারও।


ধোঁয়া টাকা,প্রেম, লুকিয়ে রয়না যেদিন উঠবে ভেসে,
সেইদিন তুমি খাবে ধরা হাতে তখনই যাবে ফেঁসে।