শুভ কামনা জানিয়ে যদি ছোট করানো যেত
অনেক বার নিচে নামতে শুভকামনা তারে দিতাম,
ভালো থাকুন বলে কাউকে খারাপ রাখা যেত!
অনেক বার খারাপ হতে ভালো থাকুন তারে দিতাম।


অনেক মনে এমন কিছু কুশল চলতেছে?
মানুষি মন বোঝা এতই এত সহজ নয়!
মানুষ নামে স্বার্থ পরি হিংস্র বোঝাই;
এত সহজ নয়যে ধরা মানুষের ‌যে শিরা।


মিছে কুশলে শুভকামনা ভালো থাকুন বলে
তারা কখনো উঁচু মানের কোন মানুষ নয়
নিচু জাতের স্বভাব যেন ফালতু কোথাকার।
এয়োও জানি এই কথাটা সহ্য হবে না।
চুরি বিদ্যা মহা বিদ্যা যদি ধরা না পরে।


ওরা কুত্তা ওরা পাগলা ওরা মূর্খ নিচু গোষ্ঠী
তাইতো ওরা পরকে ঠেলে উপরে যেতে চায়;
অনেক আছে‌ নিজ অজ্ঞ সহ্য পরে হয়না!
নিজেকে যেন কঠোর ঘামে‌ যেবা তুলতে চায়না।


ধন্যবাদে ও কাউকে যদি ছোট করানো যেত,
অনেক জনে বলে যেতাম অনেক ধন্যবাদ।
বড্ডো বেশি এমন কিছু মানুষ দেখা যায়!
বুঝে নিবেই কথার রেশে কি সে বলতে চায়।।
২)
যেখানে সবাই চায় নিজে হবে রাজা
সেদেশে রাজার প্রতি কৃতজ্ঞতা নেই,
যেখানে সবাই চায় নিজে হবে স্রষ্টা
অন্যের সৃষ্টির প্রতি কোনো প্রেম নেই।


সবার মনে আহ্লাদ আমি হব সেরা
চাওয়া উচিত সবে একবার মনে,
হতেও পারে তারও মেধার বিকাশ
আসতেও পারে শান্তি হাতের অঙ্গনে।


নিজের মেধার যার ঘটেনা বিকাশ
তাই বলে পরঠেলে হতে চান বড়ো,
তার তরে প্রজা সাজা অনেকটা ভালো
সেখানে রাজা হলেই খুঁটি নড়বড়ো।


কেবা রাজা প্রজা সেটা প্রকৃতির দান
সবাই রাজা হবেন ভুলো যান গান,
রাজাতো স্রষ্টার দেয়া প্রকৃতি নিয়ম
অযথাই পণ্ডশ্রম করে লাভ নেই।।



মিশ্র ভাষায় কবিতা



স্বার্থের কবলে কিছু লোক পড়িয়া
হুঁশ জ্ঞান হারিয়ে থাকে পিছু মরিয়া,
নিজে যেটা পারে না পরে সেটা পারিলে,
মাথা যায় বিগ্রে হাউমাউ তা মিলে।
নিচু লোক সমাজে আজ কাল পরশু
বর্ণচোরা ওরা সমাজের দস্যু।


নিজের যোগ্যর দেহ ঘামে চায় না
মনে মনে ক্ষোভায় কেনো সেটা পায়না
বড় বড় মনীষী ছিলো অলংকার,
বর্ণচোরা ওরা নাকি কুলাঙ্গার।।


ব্যবহারে বংশ চেনা যায় লোকের
সেই আচরণের পড়শির কাটে শোকে
ভেতরের মানুষ কতোটা ধরা যায়
কাজে আর কর্মে গেলেই ধরা যায়।


,,,