একটি মিথ্যা কথা, কেনো জানো?
একশ মিথ্যা জন্ম-দেয়,
একটি মিথ্যে ধামাচাপা দিতে
একশো মিথ্যা পয়দা করায়।


যদি একবার কেউ ভুল করে
ভুলের কথাটা মানতে কি চায়?
ভিজে বিড়ালের মতো চুপচাপে
সরলতা নিয়ে সুযোগ টোগায়।


বিকৃত মথা আছে কতগুলো
সমাজের কোনে করে বসবাস,
সভ্যর ঘরে হয় অসভ্য
মানুষের কাছে হয় পরিহাস।


হায়রে মানুষ দেখ তুই ভাই
মানুষ সবাই মানুষের জন্য,
কৃষক ঠেকছে তাঁতির কাছেই
তাঁতিরাও ঠেকে আহার-অন্নের।


মুচির দোকানে কেবা ঠেকা নাই?
ডাক্তার ঘরে কেবা যায় নাই?
সকল মানুষ সকলের তরে!
ঠেকা পড়ে আছে দেখ তুই ভাই।