আমি ছিলাম তোমার রেখায় অনেক খানি ভীতু
ভীতির মাঝে দিয়েছে ধরা কলিজা পাখি মিতু,
পাখির আছে মুক্তডানা যায় না ধরা
পাখি যখন হারিয়ে গেছে খেলাম মনে থিতু।


এদিক থেকে ওদিক হলে কোথায় দেখি নেই
হঠাৎ দেখি খোঁজ পেয়েছি মগের ডালে বসা,
সেই গাছটি গভীর বনে খবিশ খেলা
পাখিটি আর নেই পেয়েছি আমার বারদশা।


অভিমানেই এলো বৃষ্টি ঠাডা পরার রোদে
কাঁদছে মেঘ রোদের তলে অনেক তোষামোদ,
তবু আমার চায়না মনে টিয়ে পোষার সখ
মিতু পাখির ভালোবাসায় দিয়েছি অবরোধ।