দূষিত বাতাস চারদিকে নেই বঙ্গ দুয়ারে
করে না বেদিশা নেই উশখুশ,
দূষিত বিবেকে গন্ধ ছড়ানো থেকে বমিভাব
দম চেপে করে স্বস্তি বেহুঁশ।


মস্তক পচা ধ্বংসাত্মকে যে গালিগালাজ
বের হয় মুখ ছুঁয়ে,
বিব্রত হয়ে থরথরে কাঁপি শীত হীন তনু
কাত হয়ে পরি নুয়ে।


বিবেক পচার রঙের চাইতে কুকুরের হাগু
বেশ সুন্দর নয়তো কাকের বিষ্ঠা,
ময়লা স্তূপ ঘাটতে ঘাটতে রত্ন মেলায়
বিবেক ঘাটলে পাই বিষাক্ত নিষ্ঠা।


ভুগে পরিবেশ ভুগছে সমাজ সূর্য ওঠার
সাধ নেই কোথা ব্যর্থ করিয়ে রাখে,
নিজের স্বার্থে লোভনীয় জিভ টসটসে রস
সমাজ আস্থা ঘুণ পোকা দিয়ে আগলিয়ে থাকে।


মুখের করাতে ঘুণপোকা হয়ে কাটছে হৃদয়,
অপরাধ গুলো শোভিত আকারে উদ্যানে উঠে,
সত্য তলায় খোঁজ হীন কোনো বনের গভীরে
স্বস্তির কাছে স্বস্তি খুনের এক ক্যানসার