মনের উপর বিষণ্ণ ঝড়ে বৈরী বাতাসে
এখন আমার চোখ দুটো হলো নদীর আঁচল,
আমার হৃদয় বনের ভূমিকা হয়েছে নিরব
আমার শরীর নেমেছে জমির টলটলে জল।


ঘোর লাগা এই বর্ষার পিঠে চড়ে মেঘমালা
উড়িয়ে দিয়েছে মজবুত আশা চূড়ান্ত ঘরে,
আমাকে ভাসিয়ে নিয়েছে গঙ্গা অববাহিকায়
ভাঙচুর দেহে ছোট হয়ে গেছে স্বপ্ন আঁকড়ে।


আমার স্বপ্ন উপকূল জুড়ে ভাঙা বেরিবাঁধ
কখন হারিয়ে পায়ের তলায় মাটি একাংশ,
সোজা দাঁড়াবার হয়েছে বিষাদ মন সিন্ধুকে
মুছা পাণ্ডুলিপি মতোই হয়েছে পথ নির্বংশ।