মশার কেমন সাইজ দেখে ঠাট্রা ঠাট্রা লাগে
ছোটখাটো এমন মশা হাতের তলায় পিষো?
ছোট বলে শত্রু কে খুব তুচ্ছ মনে হলো
পুচকি মশার কামড়ে আজ মৃত্যু সাথে মিশো!!


শত্রু যেমন হঠাৎ করে বিপদ সংকেত ডাকে
শত্রু যত ছোটই হউক হিংস্র হতে পারে!
হতে পারে বড় ক্ষতি অবহেলা নাগো
মনে রেখো এই কথাটা যেনো বারে বারে।


ঢাকার জেলায় মানুষ গুলো ময়লা ফেলে গর্তে
ময়লা রাখার পাত্র খানি খালি হয়ে থাকে!
আশেপাশের ময়লার মনে যৌবনে নৈরাজ্য
কিছু দিনের ময়লা থাকে হাজার মশার জন্ম


আবল তাবোল ময়লা ফেলার সেই খেশারত আসে
নিজের পায়ে নিজে কুড়াল মারতে দেখে হাসি
ভুক্তভোগী নিজের নিজে দোষ দিয়ে কি হবে
মনের ভেতর ময়লা থাকলে কেমনে হবে ভালো?