এই বাংলার মায়াভরা রুপ সবুজ শ্যামল
শাড়ির আঁচলে গেঁথে আছে অপরুপ
নদীও বলেছে আমার রয়েছে আপনার সুর
বিশাল বুকের ঢেউ জলরাশি স্তুপ।


কিছুই ছিলোনা আপন ছন্দে বাংলার ছবি
কোন ভিনদেশী শাসনতন্ত্র ছিলো বহমান
আমাদের এই বাংলার খোকা জন্ম হয়েছে


হেসে ছিলো এই সবুজ শ্যামল বন বাগচির
ফুল পাখি আর তাজা লতাপাতা
সৃষ্টার থেকে জানতে পেরেছে
এই বাংলার দলিল হিসেবে লিপিবদ্ধই
করবেন খোকা।


কত বাঙালির ক্ষুধার অভাবে কেঁদেছিল মুখ
এই বাংলার সবুজ শ্যামল দেখেছে ফিরেই
সারাদিন শেষে ফসল ফলিয়ে ভাতের অর্থ
টান লেগে যেত বাঙালির ঘরে।


কোনো কিছু আর সুরাহা পেতো না এই বাঙালির
বাংলার খোকা আসার খবরে হেসে ছিলো সেই
ঘরের অবুঝ শিশু


মায়ের বুকেই মনোবল পেলো স্বপ্নের মত
কোনো দেবদূত এসে বাংলার স্বাধীন করবে
মুক্তি করবে এই বাঙালির অবিচার মুখে


ক্ষুধার জ্বালায় ছটফট করা দুই বছরের সেই শিশু টাও
হেসে উঠছিল বাংলার খোকা জন্ম সুত্রে
গোটা বাংলাকে মুক্ত করার স্বপ্ন দেখেছে
ঈমানদারগণ ঘুমের ভেতরে


অবশেষে সেই খোকা একদিন বড় হয়ে গেছে
এই বাংলার আপন করেছে মুক্তি করেছে এই
বাঙালির আনাচে কানাচে মুক্ত হয়েছে
বাংলার খোকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সেই বাংলার খোকা।