এই বাংলার বাঙালি জাতিতে
দলিল হিসেবে পরিচিত লাভ হতো না তাইলে
হয়তো ভিন্ন সাংস্কৃতি এসে আড়ালে করতো
আমাদের গাঁয়ে লাঙল বদলে টিলার চাষছে
ভুলে গেছে সেই সকাল সকাল লাঙল জোয়াল


আমাদের দেশে পরজীবী লোক শাসনের কটা
দায়ভার নিয়ে অবিচার করে যেতো চিরকাল
বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর
এই বাংলার মাটিতে জন্ম না হলেই-
আমরাও ডুবে থাকতাম এক পরাধীন ছায়া
কালো আঁধারের মেঘের ভেলায়


হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর এই বাঙালির চির নক্ষত্র
বাংলাকে যিনি দলিল করেছে সৃষ্টিকর্তা বাংলার যিনি
এই বাংলার মাটিতে তোমার জন্য
আমাদের গাঁয়ে সবুজ শ্যামার
প্রাণ ফিরে পেলো প্রাণ ফিরে পেল পদ্ম মেঘনা
আপন গতিতে চলার স্রোতে


আমাদের সেই বন বাগচির ফুলে ফুলে ভরা
হাজার ডানার প্রজাপতি মেলা সব নিরাপদ
মানুষ জাতির বাঙালি জাতিরা নিরাপদ হলো
পশু পাখি গুলো  নিরাপদ হলো
জয় বাংলার জয় ধ্বনিতে মুক্তি পেয়েছে
শত্রুতা থেকে


তোমার জন্মে সবুজ শ্যামলে মাঠঘাটে এই
আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে
সকল সৃষ্টি মুক্ত হয়েছে পরাধীন থেকে
তুমি বাঙালির মহান পুরুষ সৃষ্টিসুখের
বাঙালির পিতা বাংলার পিতা
শত বর্ষের মিছিল চলছে আমি সামিলের
এক বাঙালির যে অংশীদারে