যাকে আমি ভালো ভাবি সে-ই-দেখি খারাপ,
যারে আমার ভাল লাগে না দেখি তারই-ছাপ
উপর দেখি ফিটফাট সে ভেতর যখন ঢুকি,
ভেতর দেখি কষ্টের নদী নায়তো সেও সুখী।


যাকে আমি সুন্দর দেখি ভেতরে দেখি গালিজ
কাঁদি আমি হতাশ বুকে ভিজিয়ে ভিজিয়ে বালিশ
যার কবলে মুর্শিদ মানি স্বার্থে দেখি ভণ্ড,
নিজের স্বার্থ দেয় ফতুয়া শোনায় খণ্ড খণ্ড।


যারে আমি বিশ্বাস করি সেও দুর্বল ভাবে,
সুযোগ পাইলে ভারী পোঝা আমার ঘাড়ে চাপে।
যাকে আমি ভালো ভাবি সে-ও দেখি খারাপ,
লুকিয়ে লুকিয়ে বাটপারিতে মিলায় দেখি-খাপ।
হায়রে ভালো হায়রে খারাপ বুঝা বড় দায়,
বিশ্বাসে আজ ধরছে ঘুণে ভদ্র লোকের পায়।