স্বাধীন দেশের এই অবস্থা বড় দুঃখজনক,
লাল সবুজের পতাকার কাছে? এই মিনতির কথা,
এই বৈষম্য দেখবেন কেন লাখো শহীদের দেশে
কেমন আছেন এই সাধারণ সৃষ্টির নিরবতা।


দেশের ভেতরে চালের অভাব গুদাম অনেক খালি,
ধানের জমিতে তরমুজ চাষী বাম্পার চাষে লাভ,
কেমন করেই বাঁচবে মানুষ কেমন করেই চলবে
দেশের ভেতর দেখতে পেলাম দুঃখ নামের ছাপ।


চাকরি বাকরি পরীক্ষা হয় জালিয়াতি হয় রাতে,
প্রমাণ দেখেও নিয়োগ কমিটি কান দেয় নাই তাতে,
উল্টা তাদের গুজব বলেই উড়িয়ে দিয়েছে কথা
স্বাধীন দেশের এত বছরেই মুক্তি কতটা হলো?


ডিভাইজ দিয়ে পরীক্ষা দেয় সেই রেজাল্টে পাশ,
কষ্ট করেই লিখেছেন যারা খেয়েছে আস্ত বাঁশ,
কেমন করেই চলেছে স্বদেশ কেমন লাগছে এই
পাকের শাসন ব্রিটিশ যে নয় বাংলায় আশ্বাস।


জায়গা জমির দালাল ফাঁপরে ভিটে মাটি ছাড়া,
ঘুষখোর আর ঐ দালালের ইচ্ছে দিয়েই গড়া,
কেমন করেই চলেছে স্বদেশ কেমন আছেন জন
বাঙালি জাতির এই দুর্গতি মুছবে কবেই খরা।


উকিল মহুরী খাপ পেতে রয় মিথ্যা মামলা পেলে
দুই গ্রুপের খয়রাতি করে রক্ত চোষার জোঁক,
গরিবের পেটে ভাত নেই তবু মামলার টাকা দিচ্ছে
হায় মুসিবত এই বাঙালির মুক্তি কবেই হবে....