উপরে চলে মানুষ রুপি ভেতরে চলে পশু,
ডাঙায় চলে সভ্য হয়ে সাগরে জলদস্যু।
দেখতে দেখো জানেনা কিছু ভাব মুনসিয়ানা
নরম পেলে হয়েছে জম যেনো শকুনি ডানা।
স্বার্থ নিয়ে বসায় খেলা গোপনে ধরে মন্ত্র,
এক ছুরিতে মারে আঘাত নামটি ষড়যন্ত্র।
মাঝেমধ্যে অবাক লাগে এত ভদ্র সাজে,
ভাজা মাছটি খেতে জানেনা এতটা মুখ লাজে।