কে রেখেছে বদ্ধ ঘরে তোমায় করে দায়,
মানুষ বলে অসম্পূর্ণ তাকে বলা যায়।
কে করেছে গৃহের দাসী কেনো খাবে মার,
মুখ চেপে নয় এখনই তো সময় ঐক্য হবার।


কে দিয়েছে বিশ্রী ভাষায় তোমার বোনকে গালি,
শুনে যেমন রেগে উঠো! ক্ষেপে উঠো!
পরের বোনকে কেন দেবে ঠিক নাকে মুখে কালি।
আমার কাছে আমার বোনটি হীরা রত্ন কনা,
পরের কাছে পরের বোনটি রত্নে আলপনা।