হাজার দরজা খুলে হাজার ঘরে যাওয়া
হাজার মুখকে দেখে?
কি আনন্দ থাকে তাতে? কেবল যাচাই করে
নিজেকে যাচাই করো আয়না সামনে রেখে।


নিজে ভালো জগৎ ভালো নিজেকে আবার দ্যাখো
তুমি হলে মূর্খে সেরা, পর দোষে তার নামো,
উত্তম তাকে তো বলে নিজের ভুলকে দেখে
অন্য দোষ ধরা থেকে এবার তবেই থামো।


মুখে বলে ভালো কথা কাজের সময় ত্রুটি
মানুষত্য কবে থেকে দিয়েছে তোমায় ছুটি।
নিজেকে চালাক ভাবা অন্যে বুঝতে পারলে
বৃথা চালাকি তোমার একুল ও কুল দুটি।


হাজার লোকের শিক্ষা তবে দরকার নেই
এই সমাজ ব্যবস্থা একটু একটু করে,
ভালো করার চেষ্টায় ভালোর হবে প্রসার
কলুষমুক্ত জীবন নেওনা আগলে ধরে।


অর্থের দেমাক করে হয়োনা তাদের সঙ্গ
অনেক মানুষ আছে মানুষ হতেই চায়,
বাঙালি বড় চালাক স্বার্থ গোপনে চালায়।
পরকে ধাক্কা দিয়েই নিজে বড় হতে চায়।