মানুষের এক উচ্চ স্বভাব
লুকিয়ে রাখে ক্ষুব্ধে,
ধাক্কা দিয়ে বড় হবার
ইচ্ছে টুকুর যুদ্ধে।


তাদের স্বার্থে কথা বললে
থাকবে ঘেরে পাশে,
তোমার স্বার্থে বলো কথা
শুনবে না আর দাসে।


মানুষ বড় অতি চালাক
মস্তর পাল্লা দেখে,
ভুলতে তোমায় দুই এক মিনিট
যাবে একলা রেখে।


মানুষের কূল মানুষ এলো
নিজের স্বার্থে হাঁফায়,
নিজ যোগ্যতায় চায়না উঠতে
পর গাছাতে কাঁপায়।


হায়রে মানুষ পারো যদি
দেখাও কিছু নিজের মেধায় করো,
পরের পিছু না ছুটিয়া
এবার তুমি নিজে কিছু গড়ো।