ছোট দেখে কাঁদো চোখে বড় দেখে মরো,
পরের পিছে না লেগে আর নিজে কিছু করো।


পরের কিছু বড় দেখলে প্যাঁচাও হাতের তেনা,
পরকে তুমি হেয় করতে উঠাও মুখের ফেনা।


পরের বড় দেখে দেখে ঘুম হয়েছে হারাম ,
পরের চোখের স্বপ্নে তুমি পাবে নাতো আরাম।


কে হয়েছে রাজা বাদশা কে হয়েছে পীর ,
সেটা দেখে নিজে কেনো হয়েছ অস্থির।


এবার নামো তুমি নামো করো পরিশ্রম,
পরের মত বড় হতে বিলাও এবার শ্রম।


পরের সুখে কাতর হয়ে ভাবো তুমি দুঃখী,
তাইতো কাটাও অসুবিধায় নিত্য ভোক্তভোগী।


-মুসা