নিজের মধ্যে নিজেকে খুঁজছি
দর্পণ করি পৃষ্ঠ,
দেখেছি কেবল ভিন্ন চিত্র
নেই মূল অবশিষ্ট।


যা ছিলো সহজ তা আজ কঠিন
কটমটে ছোটে ঘাম,
এখন দেখছি দুষ্করে আছি
বিপরীতেই বনাম।


পরের কারণে কখন নিজেরে
হারিয়ে ফেলেছি নিজ,
হার হামেশায় রোপন করছি
অন্য জমিতে বীজ।


নিজের মধ্যে সরে দাঁড়িয়েছি
হয়েছি আমড়া গাছ,
আগে ছিলো ঘিরে সোনারও কাঠ
আজ খসা দেহ আঁশ।


নিজের ভেতরে নিজের মধ্যে
কখন গিয়েছি সরে,
আগে কি ছিলাম সব গেলো ভুয়ো
এমনি আমার তরে।


এখন কেবল নানা মুখরোচে
নিজেকে খুঁজেই ফিরি,
জীবনকে যেন লাগছে এখন
ধোঁয়া ধোঁয়া ঝিরঝিরি।


ছন্দ ৬+৬+৬/অতিপর্ব