কেউ ভেঙে দিয়ে নিরবতা টুকু
যবনিকা মুখ যদি করে যায়,
কি করে এখন মন উল্টাবো
নাকি ভাঙচুর করি তব হায়।


কিছু কান্নারা করেছ সঙ্গি
কেউ পেলে নাতো টের,
প্রশ্ন করেছে মন মহাদেশে
কত গেছে হিসাবের।


কতকিছু চাই পিছু হয়ে পরি
হারিয়ে রত্ন ফেলি,
আবার একাই বাঁচার লড়াই
যুদ্ধের খেলা খেলি...


কেউ একজন উঁকি দিয়ে গেলো
খুব কাছাকাছি থেকে,
সে তো চলে গেছে আপন রেখায়
কিছু মায়া গেছে রেখে।


এই আকাশের তারাদের সাথে
দুঃখ করেছ ভাগ,
এই বাংলার নির্জন ঝোপে
মেলাইছি অনুরাগ।