রেস্তরাঁ জুড়ে রেস্তরাঁ তালিকায় খাদ্য
কারিগর গর্ব করে পাহাড় সমান?
ব্যানার দিচ্ছে মুখরা খেতে করে বাধ্য
মানুষ ঠাসা বুদ্ধিতে গুণগত মান।


না বুঝে বাঙালি খায় আহামরি খাদ্য
বানায় হাতে বেকুব ভণ্ড কারিগর?
খাদ্য নাকি হাহা একি অখাদ্য অখাদ্য
পেট দূষিত করছে ধর ওরে ধর।


বলার কাছে বলছে নানা কথা ভাই
কথা যদি খায় তবে অখাদ্য বোঝাই,
চলার কাছে চলছে নানা চলা ভাই
চলা যদি খায় তবে অখাদ্য বোঝাই।


চারিদিকে তৈরি করে খাবার তালিকা
মানুষ হারাচ্ছে পথে নিশানা বৃথাই,
অখাদ্য রঙ বাহারে সব করে নষ্ট
ঝামেলা হবে বলেই চুপিসারে রই।