নিশ্চুপ থাকা মানে বোকা নয়
অবহেলা নয় অপছন্দ নয়,
অনুক্ত মুখ ঢাকনায় থাকা
সুরভিত সুর কথার পুরাপুরি।


যাচাই বাছাই  সোজাসুজি কথা
কেতাদুরস্তে যে চোখের মণি
লটকিয়ে থাকা ‌শত শতাব্দী
ঝিনুকের বুকে লুকানো মুক্তা


দেখা নাই বলে মিস যে করে না
এমনটা নয় খুব মিস করা,
খুব ছটফটে মুখ চেপে থাকা
দূরে থেকে কিছু মেশা কল্পনা ।


নিশ্চুপ বলে মিথ্যায় নয় অবহেলা নয়
দূরে ঠেলে দেয়া নয়
আরো মজবুত আরো বেশি কাছে
দৃঢ়তা করার হাত জাল বোনা।


আরো গভীরতা আরো আরো প্রেম
আরো কাছে টানা করা অবরোধ,
দূরে থাকা মানে তবে ভোলা নয়‌
আরো মজবুতে মণিকাঞ্চন।


কবিতা (২)
মানসিক রোগী দেখতে যাইনি ডাক্তার খানায়
মুখোশ পড়ানো বর্ণচোরাগো গেছি এক আড্ডায়
অবশেষে সেই আড্ডার কাছে বুঝেছি-ভারসাম্য
পূর্ব পুরুষে ইতিহাসে নেই এই আচরণ কাম্য।


মানুষ ছিলেন ওহে মহাজন আদর্শ ছিলো যার
হাতের আঙুল উঠালেই সাড়া পেত আল্লার।
এত মেধা ছিল স্রষ্টার দেয়া ইচ্ছার অনুদান,
হিংসা ক্রোধ সবকিছু ছাড়া পেল তিনি সম্মান।
ওরে মূর্খরা মানসিক রোগ কেটে আস সভ্যতায়
সুস্থ সবলে ঘরে ফিরে আয় সত্যর হবে জয়।
আর যদি হছ রক্ত দূষিত করবি তো হানাহানি
একদিন তোর মুখশের মুখ হবে তার জানাজানি