কবির সংখ্যা বেড়েছে একুশে বই মেলার
নতুন প্রজন্ম থেকে নতুন কবির খোঁজে..
পড়তে শুরু করেছি অনেক কবির বই
প্রত্যাশা পূর্বক সেই পেয়েছি কবি মগজে?


কিছু কবিতা পড়েছি ছন্দ গন্ধ নাই কিছু
কিছু পড়েছি কাব্যিক শব্দ ছিল অনাহারী,
মন চায় যা- ইচ্ছা তা লিখেছি পাতায় ভরে
ছন্দ বিহীন অন্তর আকৃষ্ট করেনি ভারী।


কবিতা এত সহজ নাকি-কবি-হওয়া
কারো কবিতার মত শব্দ সাজিয়ে সফল,
এটা পাঠক ঠকানো পাঠক ঠকাতে গেছে
বোকা বানান পাঠকে অর্থ করেছে বিফল।


আমি পূর্ব পুরুষের কবিতা পড়েছি কত
কোনটা কবিতা আর কোনটা কবিতা নয়
দেখে বুঝে যাই যেন কবির দুই লাইন
আপসোস আমি কেন পেলাম না যে দ্বয়।


যারা কবিতা লিখেছে বিগত বাংলার বুকে
যাদের কবিতা গুলো সোনার হরফে লেখা
যাদের কবিতা পড়ে ক্লাস পার করে আসা
যারা বাংলা একাডেমি পুরস্কার জিতেছেন


এমন লেখা না পেয়ে আমি হতাশ হয়েছি
প্রকাশনা ব্যবসা কে জমাতে যাতা ছাপায়....
আমি পাঠক হিসেবে বড় মর্মাহত আজ
পণ্ডাশ্রম ছাড়া আর জানি কিছু নয় হায়