অধিকার খুঁজি ঘরের মধ্যে মিলছে কি অধিকার!!
থাকার, চলার ,বলার, খুদার, দিয়েছি কি‌ সব তার?
আমিতো চাইনি মস্ত আকাশ হয়নি ক্যা অধিকার
আমিতো হইনি অবাধ্য কেউ কেন আমি একাকার।


সবার মতোই বাঁচতে চেয়েছি হাসতে চেয়েছি ঘরে
আমার জন্য কাঁটা দেয়ালের দেয় তার খাঁড়া করে,
নিজের মতোই এগিয়ে যাচ্ছি পাইনি কেন বাহবা
কাকুতি মিনতি খুঁজেছি পাওনা বঞ্চিত ক্যা আমার।


ঘরের বাইরে অধিকার খুঁজে পাইনি ক্যা অধিকার
বন্ধু ভেবেই হয়েছি ক্ষান্ত করে দূর ব্যবহার,,
ভালো ভেবে যাকে হই আশান্বিত খারাপ রয়েছে তার
চাইনি কখনো কারোই খারাপ কেন এমন আচার।


পৃথিবীর সব মানুষের আছে নিজ নিজ অধিকার,
সকল প্রাণীর রয়েছে বাঁচতে আছে তার অধিকার
কারো অধিকার কেড়েই নেবার কার হয় দুঃসাধ্য
কেনেই এমন পরকে চুষছে করাচ্ছে তার বাধ্য।