নিজেকে খুব ময়লা কয়লা ধুলোবালি লাগে
এর চেয়ে ঐ ডাস্টবিনের স্বচ্ছ জীবন দেখি,
যেখান থেকে গুচ্ছ গুচ্ছ পদ্ম ফুলের হাসি
ঢেব ঢেবিয়ে তাকিয়ে থাকে ফেলে মনের ঢেঁকি।


নিজেকে খুব অসহায় এক জোতা মনে হয়
ছিঁড়ে যাওয়ার পরে পরে ছুড়ে ফেলার মত,
ভালোবাসার কাছে যেনো আমি চোখের বালি
ঠকার জন্য জন্ম কেবল ঠকছি অবিরত।


আমি যেনো মজার ছলে একটা মাটির পাত্র
ইচ্ছা হলে মজা করে ইচ্ছা হলে সরে,
নিজেকে খুব অসহায় এক কুকুর কুকুর লাগে
ঐ মানুষের মত আমার না কিছুতে ঝরে।


নিজেকে খুব লাগছে কিন্তু ঘাসের দেশের শরীর
ইচ্ছা হলে পায়ে চটে পিষ্ট করে মাথা,
নতুন আবার মাথা নিয়ে উঠে যখন দাঁড়াই
নতুন করে পিষে দিয়ে সুগম করে হাঁটা।