আমার চোখের বাড়ির ভেতর জুড়ে আছে অলংকার,
খাটি সোনা খাঁটি মনের ভাল লাগে তার অহংকার।
রঙের জ্বলক পড়ায় পলক হাজার চোখের দৃষ্টিতে,
আমার চোখে সৃষ্টি নামায় আমার কুটুম ইষ্টিতে।


রঙের কালি চোখ দেয়ালে ছায়া পড়ছে দেয়ালে
তারই মাঝে মন শিহরণ করায় শুধু খেয়ালে।
বন্যা নামায় কুলের দেয়াল বন্যা ফুলের ফাগুনে,
হার মেনেছে চোখের দেয়াল শিমুল ডালের আগুনে।
আমার চোখের বাড়ির কোটায় ফুল ফুটেছে বাগানে,
মনের ভেতরে অলংকারে কারো জন্য জাগা নে।