অনেক দিনের আবার শেষে দেখা হলো
তোমার সাথে পাল্টানো দু চোখ,
দেখিনা আর ভেতর খানি অমনি আছে
পাল্টে গেছে দেখার অপলোক।


যেমনি করে  আগে ফিরে থাকছি চেয়ে
যেমনি করে দেখছি তোমার মুখ,
এখন যে আর আগের মত নইত তুমি
তেমনি আমার মনের ভেতর লোক।


শরত মাখা আকাশ খানি যেমনি করে
শীতের কালে পাল্টে গেছে,
ফাগুন মাসের চিত্র খানি দূসর মেখে
পাল্টে গেছে বর্ষার দেশে।


আমার চোখে তোমার নিয়ে তাই দেখেনা
স্বপ্ন গুলি এখন না আর,
তোমার নিয়ে একলা একা ভাবেনা মন
ছিন্ন আছি তোমার আমার।


রাত কুড়াব চাঁদ তারাদের দিন কুড়াব
দিনের ফুলে ভরা কুলে,
এখনতো আর ভাবেনা মন এমন কিছু
তোমার নিয়ে অথই মূলে।


তোমার দেখা তোমার দুচোখ বলেনা আর
প্রেমের রেখায় স্বপন খানি...
তবু কেনো চেনা মনে আমার হলো
অচেনা খুব দোরের ছানি।


আমার ভেতর দূর আকাশের
তারার মত মেঘের মত লাগে তোমার
ছোঁয়া বিহীন ঝরিয়ে ছিলে মনের ভেতর
যেমনি ছিল প্রেমের হাসি বলছি তোমার ।