নির্বিকারে দাঁড়িয়ে ছিলাম
অযোগ্যতার হয়ে বোঝা,
মনে হচ্ছে ঘূর্ণিঝড়ে পরছি হেলে
হেলেদুলে ঝরছি সোজা।


কাঁপছে আমার আকাশ জুড়ে
বেদনার সুর ঘুরেঘুরে
বোবা হয়ে ছিলাম আমি
আমার মনের ভবঘুরে।


তার কি দোষ- দেখছি না যে
আমি যে এক অযোগ্য ঠাঁই
অপছন্দ এক কারুকার্য ওই খচিত
তোমার মনের ভেতরে তাই।


নিজের আমি দেখছি খুলে
দেখে আমি যাচ্ছি ভুলে ঐ তোমাকে,
এই আমাকে লাগছে এতো
ঢোঙা কাগজ ফুলের ছবি কেউ না আঁকে।