গভীর আঁধারে আছি আমার একেলা
কখন উঠবে সেই আকাঙ্ক্ষিত সূর্য?
ছেয়ে আছে কবে এই গৃহে চারপাশ 
কবেই হবে প্রস্থান মনোবলে ঊহ্য।


আকাশ দগ্ধ আঁধারে ডেকে আছে মেঘ 
ঝড় হীন পূর্বাভাসে বায়ুর প্রবেগ 
চারদিকে শুধু আছে হিংস্রদের টেউ 
নিভে গেছে বিশ্বাসের দুরন্ত বিবেক।


কবেই ডুবেই যাবো রোদের আলোয়
সবুজ মনের কোলে তুলে খাবে ঢেউ,
করবে কঠিনে সাধ্য কঠিন দুয়ার
সহযোগিতায় নেই আপনার কেউ।


জানিনা কত যুগের কত কাল পরে
পড়াবো সোনার চূড়ি হাতে নিয়ে ঝুঁকি,
তোমার পায়ে পড়াবো সোনার পায়েল
কতকাল পরে হব যেন মুখোমুখি।