টিভির পর্দার দেখি অসহায় লোক
পাঠায় খবর কানে শীতে কাবুকাত,
থরথর কনকনে সারাটা শরীর
ঘুম নেই কারো শীতে ‍যুদ্ধের সংঘাত।


ওরা কারা পরিচয় মানুষই তো সব
একই রক্ত মাংসের চামড়া গঠন,
ব্যথা, সুখ, দুখ,যত সব কিছু আছে
প্রতিরোধে শক্তি নাই জীবন আসন।


একটি কম্বল হলে মেলায় সমাধা
শীতের তুমুল যুদ্ধে হয় প্রাণ নাশ,
টিভির জানেনা হয় তাদের খবর
এভাবে ডেকে আনছে শীত সর্বনাশ


কত অর্থ বেহুদায় ঢালো হারমেশা
গরিব লোকে মৃত্যুর দুর্যোগ দাড়িয়ে
সামান্য অর্থের জন্য নিয়েছে বিদায়
সকল ধনাট্য বৃথা এমন বাড়িয়ে।