রাতের আঁধারে ধরিয়ে প্রদীপ
যতটুকু আলো এলো,
পাগলাটে ঝড়ে লাথি থাপ্পড়ে
করে দিলো এলো মেলো।


বহুদিন ধরে একা আছি ডুবে
আঁধার যায়নি সরে,
সাপ বিচ্ছুর গুনগুন ডাক
বুক কাঁপে থরথরে।


একটি সকাল মিছে বহুকাল
দেখিনি প্রভাত ফেরী,
নাবিক পৌঁছে গিয়েছে ঘাটেতে
আমার এখনো দেরি।


ক্ষেপাটে ঝড়ের তান্ডব যদি
না-আসলেই তবে
ছাউনী পাতার ঘর দরোজায়
দেখতে সকাল সবে!!


কবিতা নং ২


বহুদিন ধরে সত্য নেভানো আছে
মিথ্যে শক্তি উদ্যানে হুল্লোড়ে,
মানুষ পায়না একটু অক্সিজেন
বিকৃত মাথায় আছে যেন ফুরফুরে।


আশেপাশে যেন দূষিত বিবেক
চোখের চাহনি দূষিত দৃষ্টি -
মুখোশ লাগানো সভ্য পেরেক
দূষিত মনের দূষিত পরিবেশ।