শুধু মনে রেখো প্রিয় সেই বুকের গহীনে
আমি হতাম নিঃশ্বাস যদি হতাম সুন্দর,
আমাকে অনেক বার খুঁজে খোঁজ নিতে তুমি
আমি হতাম তোমার গহীন বালুর চর।


ঘনো শাড়ির আঁচলে বোনা সবুজ মাখনে
ফুলের গন্ধ বিভোর ঘেরা মৌমাছির ঝাঁকে,
আমি হতাম তোমার‌ তাজা ‌ফুলের মৌমাছি
উড়তে উড়তে যেত শ্যামার শরীরী ফাঁকে।


আমি সুন্দর নই  রাখোনি তো প্রিয়ো খোঁজ
ডাকো কোনো জরুরৎএ হৃদয় বিছিয়ে নয়,
সময় ফুরালে যেন মনে রাখোনি আমায়!
যদি সুন্দর হতাম কতনা হত প্রণয়।


তোমার মনের মধ্যে গড়ে উঠা সিংহাসনে
আমার যতনে দিতা কতোনা সোহাগি চোখে,
সেখানে কেবল মাত্র আমার হত আসন।
সুন্দরে কাতোরে হোই বলি কথা দৃঢ় মোখে।