ইচ্ছা গুলো পচে গেছে ইচ্ছে পচার গন্ধে বিভোর
নাকে মুখে ছিটকিনি দেয়!
পচার গন্ধে ঘুম ভেঙ্গে যায় মানুষ পালায় আমি পালাই
বলে অকাল কুষ্মাণ্ড এক।


ইচ্ছের ঘুড়ি উৎসবে আজ দূর আকাশে উড়ে না আজ
খোলা মাঠে বিস্তৃত নেই বন্ধ বাতাস সুরসুরি দেয়!
স্বপ্ন পচার গন্ধে এসে নিজ পরিবেশ ময়লা ধরে
স্বপ্ন গুলো পচে গেছে কিভাবে দ্যাখ,


আগে কেবল খাদ্য পচতে এখন আমার স্বপ্ন পচে
মাটির কাছে দিচ্ছি ফেলে মাছি বসে ভনভনিয়ে
স্বপ্ন গুলো পচে পচে দাম চাঁপা এক গন্ধ আসে


নতুন করে ইচ্ছা জাগে নতুন ইচ্ছা জাগতে পারে
স্বপ্ন গুলো পচে গেলে নতুন স্বপ্ন জাগা কঠিন,
স্বপ্ন পচার সাথে সাথে অনেক গুলো আশা পচে
বুকের ভেতর শূন্য ভিটার বসতবাড়ি হচ্ছে উধাও