এপার ওপার দু কুল বাসির
ছিলনা আর হেতু ,
এক করেছে এই দুটি পাড়
স্বপ্বের পদ্মা সেতু।


দুই পাড়ে দুই হলো মিলন
হয়ে গেল একজোড়া,
অল্প সময়ে পৌঁছে যাব
যে বাড়ির দোরগোড়া।


বাড়ির কাছের শস্য ক্ষেতের
চিড়া মুড়ি খই,
যত্ন করে পাঠিয়ে দেব
তোমার জন্য সই।


আম পাঠাবো তাজা তাজা
কাঁঠাল দেবো মাসে,
জাম আমরুজ পাড়লে গাছের
পাবে হাতের কাছে।


বাড়ি ভরা ফল-ফলাদি
যেই পাকা রং ধরে,
গাড়ি ভরে পাঠিয়ে দেব
যেনো তেমার ঘরে।


একূল-ওকূল পর করেছে
ভয়াল পদ্মা নদী,
দূর করেছ বন্ধন ছেড়া
থামছে নিরবধি।