নিজেকে বদলে নেবো এত কি সহজ
দুঃখের বিষাক্ত রসে থামায় শরীর
বেদনাতে স্বরবর্ণ আসে উচ্চস্বরে
গতিশীল মনোরথ করায় যে স্থির।


নিজেকে বদলে ফেলা এত কি সহজ
বসে আছে হিংসুকেরা লাগিয়ে মুখোশ,
পাছায় মারবে লাথি আন্ধার মানিক
ভুলিয়ে দেবে আগামী করবে কলুষ।


নিজেকে গুছিয়ে নেয়া এত কি সহজ
কঠিনে সকল কাজ পদে পদে বাধা,
যত হাঁটা শেষ নেই পূর্ণতা নিখোঁজ
বিনা বৃষ্টিতে জমেছে  রাস্তায় ও কাঁদা।


নিজেকে বদলে নেবো এত কি সহজ
ভেতরে আছে কেবল অপুষ্টি শরীর,
দৌড়ে প্রতিযোগিতা হলে পরছি হাঁফিয়ে
হঠাৎ করেই শক্তি তবে থেমে হয় স্থির।