উইপোকি গায় পাখনা গজেছে
রওনা যে দিলো মক্কা,
পাইছে যখন বনের পাখিটি
করেনি খেতে তোয়াক্কা।


আমার বাড়ির কাঠ খড়কুটো
খেয়ে করেছে সাবার,
আমরা পারিনি মক্কা যাইতে
মক্কা য়ায় আবার।


তাদের সাথেই আরেক গোষ্ঠী
মাথায় ভরা উকুন,
আরেক গোষ্ঠী কাঠপালা চুষে
খেয়েই ফেলেছে ঘুণ।


আরেক গোষ্ঠী রাতে দেখা হয়
করছে বারোর দশা,
এক থাপ্পরে দশটি মারছি
কমেনা তবুও মশা।


এইবার বলি আরেক গোষ্ঠী
পেটের এতোই ভোগ,
নাকের ডগায় করেছে শুষক
রক্ত খাইতে জোঁক।


এইভাবে খায় আজ পরজীবী
খায় মাথা গোঁজা ঠাঁই,
হয় মোটাতাজা হয়েছে হুজুর
এই সমাজের ভাই।