পোষা প্রাণী হত্যাকাণ্ড বন্ধ করা চাই
একটি দলিল চাই প্রাণীর প্রাণ দাবিতে,
বিশ্ব বর্বর হামলা বন্ধ হয়ে যাক
বাঁচার আকুতি থেকে বিবেক বুদ্ধিতে।


সত্যের সন্ধানে আমি কাতরাচ্ছি বুকে
সত্যের কাছে থাকে না নির্দয় নিষ্ঠুর,
পাষান্ড হিংস্রের কাজ অসুস্থ অসুখে
লোভের টাটকা জিভ আর কতদূর?


ধর্মের দোহাই দিয়ে প্রাণী হত্যা করা
মানব ধর্মে নিতান্ত অপরাধ বটে,
অনুভূতি বোঝা প্রাণী জুলুমে স্বীকার
সিংহের চরিত্র তার দেখছি তা ঘটে।


একটি পোষা প্রাণী তো পরিবারে অংশ
মালিক চিনে প্রাণীটি অনুভূতি বুঝে,
ডাক দিলে কাছে আসে আপনের মত
তার গলায় ছুরিটি দিতে কেউ খুঁজে?


মানব চরিত্র কেন? পশুর চরিত্র
যেভাবে নির্দয় হয় বাঘ আর সিংহ,
হরিণ ভোজন থেকে বিবেক বিলীন
মানব যে শ্রেষ্ঠ জীব ভিন্ন কতটুকু??