একটি বাচ্চা আনছি কুড়িয়ে কুকুর জাতির
আদর দিয়ে খাবার দিয়ে মানাইছি পোষ,
ঝড়ের রাতে আটকে গেছি গাছের তলায়
ডাক দিয়েছি বন্ধু আপন কেউ এলো না!


সবার শেষে ডাক দিয়েছি আয়রে কালু
এত প্রবল বৃষ্টির মাঝে ছুটে এলো কাছে
ভিজতে আছে আমার পাশে যায়না ছেড়ে
হাউমাউ করে কেঁদে উঠছে আমায় দেখে


শেষে আমি এক হাত ভেঙে বেরিয়ে আসি
যেই বন্ধুটি বন্ধু ভেবে একই সাথে ছিলাম
এত আপন ভেবে আমি বিশ্বাস করতাম
কানে আওয়াজ পেয়ে যেন লুকিয়ে গেলে


যাকে আমি নোংরা খাবার নিত্য দিচ্ছি
আমার জন্য ঝড়ের রাতে সাথে ছিলো
এত বাতাস এত বৃষ্টির তোয়াক্কা নেই
আমার জন্য না পেরেছে হাতে করতে
তবু আমার পাশে গিয়ে সাথে ছিলো
ঐ কুকুর টি


একদিন হঠাৎ শীতের মরসুম রাত্রি বা দিন
কুকুর টা ঐ নিখোঁজ হলো হঠাৎ করে
কে মেরেছে হয়তো কোনো দুষ্ট লোকে
চোখের আলো নিভিয়ে দিয়ে প্রাণ কেড়েছে
বুকের ভেতর কষ্ট জমে ভেবে উঠলে
মানুষ এত নিষ্ঠুর হয় ওরা মানুষ কি না
কে জানে?