কেউ হবে না কেউ হবে না শেখ মুজিবের মত,
দুঃখীর ব্যথা কেউ বুঝবে না কতটুকু ক্ষত......।
রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ছেড়া কাপড় গায়ে,
যখন তিনি রাস্তা দিয়ে হেটে যেতেন পায়ে ......


হাত নেড়ে তার দেন ইশারা হাসি তখন ফুটে,
তাকে একবার দেখার জন্য হাজার লোকে ছুটে...।


গমের আটা চলের বস্তা দিতেন তাদের ঘরে
কি খুশি না বুকের ভেতর থামায় কে আর তারে,
খাদেম হতে জনগণের বলছেন কর্তার ভীরে,
তার মত আর কে হবে ভাই দেশের বুকটা চিরে?


দেশের ভিতর পোষ্য কোটার যখন মিছিল উঠে!
থাকে তখন ওই পর্যন্ত থাকে দাবি ঠোঁটে।
দেশের ভিতর ঘুষের চালান যখন তলে চলে
সব প্রতিবাদ একই সাথে গিয়ে পড়ে জলে ......।।


থাকতে যদি বঙ্গবন্ধু কৃষক ছেলের কোটা,
সবার আগে জারি করতেন চাকরির বেলায় গোটা.........।
দেশের টাকা চুরি করে বিদেশ গিয়া থাকে,
থাকতেন যদি বঙ্গবন্ধু ধরতে গিয়ে তাকে।


কেউ হবে না কেউ হবে না মুক্তি জন্য পণ,
সব অধিকার সমান ভাবে দিতেন কাজে মন ।
গরিব মানুষ জানে কষ্ট জীবন যাত্রা বুঝে
মনে মনে পথের ধারে বঙ্গবন্ধু খুঁজে........................।


মোঃ মুসার লেখা
শশীভূষণ চরফ্যাশন ভোলা