প্রিয় স্বাধীনতা তোমাকে জেনেছি ইতিহাস থেকে
সাদা কালো সেই ভিডিয়ো দৃশ্যে তোমাকে দেখেছি
গুলি আর গুলি লাশ আর লাশ ছিঁড়ে খায় কাক
শকুনের দল লাশের উপর ঝাঁপিয়ে পরেছে প্রিয় স্বাধীনতা


স্বাধীনতা তুমি বাংলার ঘরে আসতে এতটা কষ্ট হয়েছে
মৃত্যু মিছিলে নামতে হয়েছে হলো কি করুণ
নতুন আমরা প্রজন্ম জাতি তোমাকে জেনেছি
পরিবার থেকে স্কুল কলেজে তোমাকে জেনেছি পড়ার পৃষ্ঠে


বাংলার বুকে উদর কোলের প্রিয় সন্তান
তোমার দুয়ার মুক্ত করতে লাফিয়ে পড়েছে
মৃত্যু নামক জীবন বিলিয়ে নিজ শেষ হয়ে
এভাবে তোমার ঘরে ফেরা হলো  প্রিয় স্বাধীনতা


বুকটা কেমন শিউরে উঠছে যখন আমার
বুকের ভেতর চেতনা এসেই সামনে দাঁড়ায় !
বুকের উপর হাত দিয়ে তার অনুভব করি
সেইদিনে সেই যুদ্ধ মিছিল মৃত্যু মিছিলে


লাল সবুজের এই পতাকা উড়তে দেখেছি
নব প্রজন্ম জানো কি তোমরা কিভাবে পতাকা আমাদের হলো
কতটা বিষাদ কতটা মায়ের কোল খালি হয়
কতো বোন এর ইজ্জত হারা হয়েছিল বুকে


নব প্রজন্ম তোমরা  কখনো এমন কি করো যদি ভুলে যাও
এই স্বাধীনতা মুখে নিয়ে যদি ছিটে ফেলে দাও
বাংলার সব আসন থেকেই তোমাকেই যেন
বের করে দেয়। এই আমারই জোর অনুরোধ।


তোমার চেতনা জাগিয়ে চেতন নব প্রজন্ম দুয়ার খুলবে
চিরকাল সেই চলতে থাকবে বহমান স্রোত
তোমার চেতনা করে লঙ্ঘন কোন কাপুরষ
কোন জানোয়ার পশুর জন্ম তার নিশ্চিত


স্বাধীনতা তুমি যুগ যুগ ধরে রক্ত মাংসে মানুষ গুলোর
ভেতর তোমার হবে বসবাস....



কবিতা নং দু


আমি যখন স্বাধীনতার কথা ভাবছি
রাস্তার পাশের হাঁটার সময়
স্বাধীনতা মনে পড়লে গলা নীচু হয়ে গিয়ে বাকরুদ্ধ বলতে থাকি
মসৃণ পথে উত্তপ্ত তার
এই পথে ঠিক! রক্তে মাখা জোয়ার ছিল! কেমন ছিলো সে দৃশ্যটা???


বয়ে গেছে মুক্তি সেনার তাজা রক্ত জোয়ার দিয়ে
নদীর জোয়ার যেমন ভাসে জলের মিছিল
কাকের মুখে আহাজারি শব্দ গুলো মৃত্যু ভয়ে
ওটা ছিল এক টুকরো কাকের কান্না...একাত্তরের!!


আমি যখন স্বাধীনতার কথা ভাবছি সবুজ ছায়ায়
এই পুকুরে, এখান-ওখান ড্রেন ডুবে লাশ উঠেছে
হঠাৎ করে মরা পচার বাতাস থেকে গন্ধ আসে
তবে বুঝে মুক্তি সেনার জীবন গেছে........ কেমন ছিলো সে দৃশ্যটা???


আমি যখন স্বাধীনতার কথা বলি
ঢাকার রাস্তায় বড় বড় দালান কোঠা
একাত্তরে টিনের ঘরে আগুন দিয়ে অন্ধকারে হত্যা করে
সেই শত্রু রা আজ আর নাই বাংলাদেশে।কেমন ছিলো সে দৃশ্যটা???


আমি যখন স্বাধীনতার কথা ভাবি
রাখাল ছেলের বুদ্ধিমত্তায় পাকসেনারা মরে ছিলো
সেই রাখালের সাহসী বুক এটাই বুঝি বাঙালি ভাই
বন্দুক ছাড়া বন্দুক ঠেকায় জয়ী হওয়ার গল্প টা কি !!


আমি যখন স্বাধীনতার কথা ভাবি
একাত্তরে দিন গুলোতে মুক্তিযোদ্ধা বনাম শত্রু
সকাল বেলা তাজা পুরুষ বিকেলে তার লাশের কবর
কেমন ছিলো তাদের সেদিন?


মৃত্যু কে তার সাথে নিয়ে যুদ্ধ মাঠে এগিয়ে গেছে
যেখান থেকে বলছি আমি এটাই সেই যে বাংলাদেশ টা