একটু খানি জ্বেলে আলো আছি বসে নিরাকার
চারিদিকে খাড়া হয়ে দাড়িয়ে আছে যে দেয়াল,
পথগুলো সব আটক গেছে বন্ধ হলো এ দুয়ার
ঐ প্রভাতীর প্রতিক্ষাতে মধ্যে বসে সে খেয়াল।


দিনের আলো মুখে এসে আর কতদিন পড়েনি
কতকাল ঐ ডুবে আছি গভীর গুহার আয়ত্তে,
রোদের সাথে মিশে আছে শত মেঘের যে বাঁধা
আমি আছি বদ্ধ আলোর যে পরিবেশ নিমিত্তে।


যে দুয়ারে জন্ম আমার সে দুয়ারে অন্ধকার
যেখানে ঐ স্বপ্ন দেখার সেখানে মোর বলৎকার,
যেখানে ঐ শরীর গঠন সেখানে মোর ভাঙচুর
যেখানে ঐ কেউনে আপন সেখানে মোর চমৎকার।


হাল ভরসা একা চলার ভেঙে নিয়ে করে ক্ষীণ
কোমল বায়ু বহে পশে অনুভবে ছন্নছাড়,
বাইরে দেখি মানুষ গুলো ভেতরে খুব জানোয়ার
উঠবে কখন দিনের মণি আমি আছি একাকার।


এমন দেশটি কোথাও পাবো বলছে কবি ঠিক
দেশের লোকের বাজে স্বভাব আমায় ভুলিয়ে দেয়
সকল সুন্দর মনের থেকে যায়রে ধুয়ে মুছে
নিজের মত চলতে গেলে মানুষ করে হেয়।


এই দেশতে জন্ম আমার ভাগ্য যেন লাগে
মানুষ গুলোর আচরণে বড় দুঃখ জাগে,
মানুষ গুলো দেশের নাকি বড় এক সম্পদ
দেশের স্বার্থে কাজ করেনা যেন অনুরাগে।