প্রকৃতির ঘরে বসন্ত কবে? কতজন খুঁজে বসন্ত দিন?
অস্তিত্ব থেকে ঘুরে দাঁড়াবেন প্রকৃতির সন্তান,
বসন্ত এলো ফুলও ফুটলো পাখি ও গাইলো
অনেক হৃদয়ে চৈত্রের খরা বাসন্তী বিরাম।


কত বেকারের দুই মুঠো ভাতে দগ্ধ চিন্তা
বর্ষার ঘরে ঝরে না বৃষ্টি বৃষ্টি গাঁথে না গাঁথে তার কাটা,
শীতের বেরামে শীতকালে কাটা গায়ে নুন ছিটা
তাদের আবার বসন্ত কই? উপহাসে দিন ঘাটা।


বসন্ত কাকে ছুঁয়ে যায় আর কাকে ছোঁয় নাই
প্রকৃতির ঘরে বসন্ত আজ, মানুষের কবে বসন্ত ?
দুঃখে ক্লান্ত শরীরের ভাঁজে ঘুম ঘুম টানে
কখনো দিয়েছে উঁকিঝুঁকি সেই বসন্ত।


মানুষের কবে বসন্ত?