এমন একটি স্বদেশ চাইগো
ভালোবাসা যেথা ছড়িয়েই পড়ে,
এমন একটি স্বদেশ চাইগো
বিভেদ নাইকো বাংলার ঘরে।

লোভ লালসার স্বার্থ ছড়িয়ে
বেপথে যায় না জীবন গড়িয়ে,
সবুজের সাথে বৃক্ষের মতো
ভালোবাসা নামে বুকটা জড়িয়ে।

মুক্তির লাগি কত কত প্রাণ,
মুছে গেছে এই আকাশ সমান
তবু কেন ভাই সম্প্রতি ভুলে
দ্বন্দ্ব থাকবে দেশ ভ্রাম্যমাণ।

চলেন আমরা একসাথে বাঁচি
একে অপরের থাকি পাশাপাশি,
জীবন জয়ের হাতছানি দেয়
মানুষের মুখে ফুটবেই হাসি।