বাংলায় একটা সূর্য হয়েছে উদিত,
সবুজ আলোর মধ্যে চকচকে সোনা,
যেথা বীর্যবান্‌ ত্যাগী সত্য প্রবাহিত।
শহীদ মৃত্যুর সংখ্যা নেই সব গোনা
করেছে মুক্তির প্রান্ত বীর মুক্তিসেনা।


এই সংগ্রামী ভূমিকা করেছে কল্পনা,
শ্লোগানে সংগ্রাম হলো মুজিব নিবীত,
মিটেছে ফ্যাসাদ চক্র মিথ্যার জল্পনা
নিদ্রিত শহীদে রাখি চির সংবর্ধনা।


এসেছে মুজিব বর্ষ শ্রেষ্ঠ বাঙালির
যার জন্য হলো বঙ্গ মুক্তির দুয়ারে
এই মহান নেতার জন্ম অহংকারে
যার নেতৃত্ব মিছিলে মিলেছে মুক্তির।


হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালি মুজিব
তুমি একটি ভাস্কর্য বাংলার প্রদীপ।


কখকখ খকখক গঘঘগ ঙঙ (সনেট)