আমার পালা টার্কি গুলো নিয়ে গেছি ঘাসে
বসে আছি তাদের রেখে গাছের তলার পাশে।
আমি তাদের পাহারা দেই তারাও আমায় দেখে
যাইতে চাচ্ছে ঢাকের বাড়ি পালিয়ে আমায় রেখে।
ঘাস খাচ্ছে আর আমায় দেখে উঁকি দিয়ে চোখ
দেখছে শুধু আছি নাকি উঠিয়ে নাক-মুখ।
এখন বুঝি খাবার লাগি আনছি তাদের মাঠ
যাইতে  যাচ্ছে ঢাকের বাড়ি সুযোগে সপাট।
আমি তাদের পাহারা দেই তারাও আমায় দেয়।
জানে আমি মালিক তাদের আমায় করে হ্যায়।
ইচ্ছে তাদের ঢাকের বাড়ি ঐতব তরুণ  গাছ
গেলে সে তাই বিচার নালিশ আমার সর্বনাশ।
এখন দেখি দুইয়ের পালা হচ্ছে মোদের মাঝে
আমি ঠেকাই মুরগির পথ পথ চলিতে সাজে
এখন দেখি তারা আমায় পাহারা দেয় আমার দ্যায় দুয়ের মাঝে বসে আছি রক্ষণ ছাড়িয়ে নেয়।