যেই অধিকারে স্বাধীন হয়েছি
কতটুকু মেলে- সেই অধিকার?
চাকরির পদে বৈষম্য নীতি
জালিয়াতি দেখে করি হাহাকার।


অফিসে ডুকলে ঘুষ লেনদেন
খপ্পরে পরে আম জনতায়,
রক্ত জোয়ারে স্বাধীনতা পাই
তবু কেন আজ- অসহায়।


শয়তান এসে সুবিধা উসুলে
নীল নকশাটা আঁকে,
উকিল মহুরী চুষে চুষে খায়
মামলা সূত্র থাকে।


বিচারের নামে চলে অবিচার
নিউজ থাকছে আড়ালে,
নির্দোষ জনে করে অপরাধী
জীবন নিঃস্ব করালে।


এইসব নাকি স্বাধীন দেশের
শহীদে রক্ত দাবি,
স্বাধীন দেশের জাতি পরাধীন
খুলে না ভাগ্য চাবি।


খাদ্য ভেজাল হু হু বাড়ে দাম
স্বাধীনতা তুমি বড় অসহায়,
হারামী বাঙালি করে ধূলিসাৎ
কুড়াল মেরেছে পায়।


সংবিদানের ১৯ বলছেন সুযোগে সমতা দিবে
ব্যবধান আজ কড়ায় কড়ায় অসমতা বুঝে নিবে।
২৭ খসড়া সমান দৃষ্টি আইন সমতা হবে
খোঁজ নিয়ে দ্যাখো জুলুমে স্বীকার লক্ষ বাঙালি তবে।
সংবদিনের ২৯ এ নিয়োগ সমতা বাঙালি জাতির সর্ব,
তাহলে এতটা কোটায় গোটায় অধিকার কেন খর্ব?


বাপের সুত্রে চাকরি পাচ্ছে হায়রে সোনার দেশে,
হায় হায় এই জাতি মসিবতে মানুষ যাচ্ছে ভেসে।


বঙ্গবন্ধু জাতির জনক দেখিনি আপন চোখে,
ভাষণ শুনেছি অনিয়ম রুখে জন কল্যাণ মুখে।
দেশের হারামী বাঙালি জাতির বদ আচরণ দেখে
গর্জে উঠেছে দমন করতে সাহসী হৃদয় রেখে।


বাকশাল ছিল জন কল্যাণে এর বিরুদ্ধে দলে,
জনগণ এর ভাগ্য চোষার দেশের শত্রু বলে।