এই আসমান অসহায় মেঘে রক্তাক্ত ছিলো মাটি,
সব বাঙালির ঘুম হীন ছিলো পাক সেনা ছিলো ঘাঁটি।
দখল ছিলো না আনাচে কানাচে অবিচার ছিলো ঘেরা,
শরণার্থী হয়ে দেশ ছেড়ে, কত হয় নাই ফেরা।
অবুঝ ধারায় সবুজ শ্যামল মুক্ত বাতাস বহে,
ছিলো না এমন ছিলো বিষাক্ত কেমন সেদিন ময়ে।


মায়ের বুকের সন্তান যারা কেউ থাকে নাই চুপ,
নয় মাস সেই জীবন যুদ্ধে অবিচার দিলো ডুব।
দেশের ভেতরে অনিয়ম ছিলো দুর্নীতি ছিলো যত,
যত অনিয়ম সব রুখে দিতে জীবনের হলো ক্ষত।
ঘরে ঘরে সেই কৃষক শ্রমিক রাখাল ছেলের পণে,
সবুজ শ্যামল মাটির উপর স্বাধীনতা এলো ক্ষণে।


স্বাধীনতা ঘরে পেরিয়ে এসেছে কতটা বছর ধরে,
দেশের ভেতর অনিয়ম হয় ব্যথায় অশ্রু ঝরে।
স্বাধীনতা তুমি বীর শহীদের রক্ত প্রাণের দাম,
খাঁটি বাঙালির খাঁটি মানুষেই রাখবে তোমার নাম।


জ্বলবে সূর্য ঠেকিয়ে আকাশ আলো দিবে এই ঘরে,
থাকবে চেতনা সকল ক্ষেত্রে এই আশা মোর তরে।
সবুজ পেয়েছি শ্যামল পেয়েছি পেয়েছি মুক্ত বাতাস,
স্বাধীন চেতনা লঙ্ঘন হবে এই নয় মোর বিশ্বাস।