ফেসবুকে দেখা তার নাম সানজানা
কোথায় থাকে থাকেনা নাই কিছু জানা
বাতাসে দোলন দিয়ে হয়ে গেছি বন্ধু
প্রতিটি কথা আমায় করে গেছে কানা............


পড়াশোনা কতটুকু হয় বেশ জানা
শুনতে বেবাক আজ আলোকিত হই
জানি না বিশ্বাস টুকু নিয়েছি নিয়োগ
কতটা ভুল হয়েছে তাতা থৈ থৈ


দেয় জীবন ‍বৃত্তান্ত নাই বয়ফ্রেন্ড
নাই নাকি তার মাঝে কোন বেসটফ্রেন্ড
ফেসবুকে পোস্ট গুলো করি ঘাটঘাটি
আই লাভ ইউ জান মৌচাকে এজেন্ট


তারপর ইনবক্স শুধু বিজি বিজি
কাঠের চশমা দিয়ে তাকে যেন খুঁজি
আছেন অনলাইনে ঘণ্টা হয় পার
ঘটনা ভিন্ন খবর মনে মনে বুঝি


আধুনিক যুগ এসে সোসাল সেবায়
লিমিট ক্রস হয়েছে দায় বদ্ধতায়
বাবা মা রাখেনা যেন সন্তানের খোঁজ
বহুদূর চলে গেছি না হেটে যে পায়