নিজেকে অনেক বেশি ময়লা মনে ভাবছি
মনে হয় আমি এক আবর্জনা আর বিষ্ঠা,
অনেক বেশি ঘেন্নার আজ সমীপে দাঁড়ায়
চক্ষু ছুঁয়ে রত্ন ছিলো বলেছি বিশ্রীতে পৃষ্ঠা।


যাকে নিয়ে স্বপ্ন এসে করায় টাটকা হাসি
তাকে আমি হাস্য রসে এত ব্যাঙ করে বসি,
এত বড় অপমান মজার ছলে করার
সত্যি এখন তোমাতে আজ বাসি হয়ে পচি।


মনে হয় তার পায়ে আমি ধুলি হয়ে উড়ি
ফুটবল হয়ে তোর-পায়ে লাথি খেয়ে নামে,
নিজেক অনেক বেশি ময়লা মনে জানায়
মনেহয় প্রীতি টুকু যায়না হৃদয় খামে।


বুড়ি গঙ্গা জল টুকু  যেন আমি মনে হয়
মনে হয় ড্রেনে নামা ওই বর্জ ঝরা ঘাম,
নিজেকে অনেক ত্যক্ত ময়লা মনে ধরছে
ক্ষমা করা যায় বল? এইতো আমার নাম?


বুকের ভেতর যেই কলিজা নেই নিশ্বাস
যত্ন হয়ে বসে আছো অদেখা পৃথিবী হয়ে
যাকে নিয়ে স্বপ্ন দেখা মনের আকাশ ধরা
খুব অপমান করে দুই কূল যায় ক্ষয়ে।


জানিনা এই লেখাটা পড়বি কিনা যে তুই
পড়লে প্লিজ বিনীত ময়লা জুটো চিন্তায়
তাই এত অভিমানে অকথ্য কী বলা হলো
রংধনু মুখে তাকিয়ে চাই একটু ক্ষমার্হ।